ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্কাউটের ন্যাশনাল সার্টিফিকেটের জন্য মনোনীত হলেন প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী
Published : Thursday, 7 January, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতি, কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পর্ণকারী স্কাউট ব্যাক্তিত্ব প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারী ২০১৯ সালে রোভার স্কাউট আন্দোলনে বিশেষ অবদান স্বরুপ বাংলাদেশ স্কাউট কর্তৃক ন্যাশনাল সার্টিফিকেট এর জন্য মনোনীত হন। প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী ১৯৬৭ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে  জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজ উদ্দিন পাটোয়ারী ও মাতা জোবেদা খাতুন। শিক্ষা জীবন শেষে ১৪তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে লাকসাম নবাব ফয়জুন্নেছা  সরকারি কলেজ ব্যবস্থাগনা বিভাগের প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। সেখানেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় শিক্ষক পরিষদের নির্বাচিত সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব হিসেবেও ২বার নির্বাচিত হন ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের ৬ বারের নির্বাচিত সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে পর্যায়ক্রমে সরকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তারপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। ইসলামিক ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিশেয়ন কুমিল্লা অঞ্চলের সভাপতি, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা  ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের মডারেটর রোটারী কাব অব কুমিল্লা রয়েলের চার্টাড মেম্বারসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তারঁ এই অর্জনের জন্য অভিনন্দন জানান বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুল সালাম, কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মজিদ, কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, সম্পাদক অধ্যাপক মো: আবু তাহের, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সহকারী কমিশনার ছামিয়া নুছরাত জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরএসএল গোলাম জিলানী, উপ সচিব মো: শাহ আলম, বিএমএ এর সাধারন সম্পাদক ডা: আতাউর রহমান জসিম, স্কাউটার জসিম উদ্দিন পাঠান এলটি, স্কাউটার আতাউর রহমান এলটি, অধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রফেসর মিতা সফিনাজ, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোহাম্মদ আলী মানিক, অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার সোহেল, প্রফেসর মৃনাল কান্তি গোস্বাম্বী, মাসুদা বেগম তোফা, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খন্দকার , সহকারী অধ্যাপক বদরুন নাহার, প্রভাষক সুব্রত পাল, প্রভাষক রাবেয়া খানম,  ড. মনিরুজ্জামান, অধ্যক্ষ ইয়াছিনুর রহমান প্রমুখ। এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আজহারুল ইসলাম, কলেজ উপ-পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান, জাহিদুল হক, সমিতির সভাপতি আবদুল খালেক, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, জয়নাল আবেদীন, সেকশন অফিসার মামুনুর রশিদ ও কলেজ শাখার কর্মচারী শহিদুল হক হেলালী। এছাড়াও ইসলামিক ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিশেয়ন কুমিল্লা অঞ্চলের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।