বঙ্গবন্ধু জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তিনি শ্রেষ্ঠ দেশপ্রেমিক
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
এমপি রাজী ফখরুল বলেন, আমরা এদেশের নাগরিক হিসেবে আমরা অনেক কিছুই চিন্তা করি, যেমন দেশ পেলো, অথবা দেশ থেকে আমরা কি দিলাম কিন্তু আমরা কতজনে উপলব্ধি করতে পেরেছি? আমরাই নিজেরাই বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ স্বয়ং সম্পন্ন, এটা একদিনেই সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর এটা সম্ভব হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ^মানচিত্রে আজ মাথা তুলে দাঁড়িয়েছে।
রোববার (১১জানুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে তিনি আরও বলেন, অনেকেই দেশপ্রেমের কথা বলেন, এই মঞ্চেও অনেকে আছেন দেশপ্রেমিক কিন্তু বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিক কতজন আছেন? তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তিনিই শ্রেষ্ঠ দেশপ্রেমিক ছিলেন।
এমপি রাজী ফখরুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতে একটি বই দেয়া আছে বঙ্গন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এই বইয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের পাশাপাশি একটি স্বপ্নের ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ইতিহাস লেখা রয়েছে। বঙ্গবন্ধু নিজেই একটি আদর্শ, যারা এ আদর্শ কে হত্যা করেছে তারা কখনোই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চায়নি। বক্তব্য শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ‘ অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে ইউএনও রাকিব হাসান বলেন, ‘জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, সকল ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সে বিষয়েও আলোকপাত করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা কৃষি বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল প্রমুখ।