বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন কুবির ১৯ শিক্ষার্থী
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০-২১’-এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী। রোববার (১০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-ইন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
১৯ জন শিক্ষার্থীর মাঝে পদার্থবিজ্ঞান বিভাগে ১২ জন, রসায়ন বিভাগে ৫ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন ও আইসিটি বিভাগে ১ জন ফেলোশিপে মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ভৌতবিজ্ঞান, জীবািবজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ¦েং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন মোট ৩ হাজার ৩০৫ জন শিক্ষার্থী। উল্লিখিত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের ১৯ জন শিক্ষার্থী ২০-২১ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।