ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
Published : Saturday, 16 January, 2021 at 7:28 PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যুকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিউদ্দিন প্রধান (৫২) মারা গেছেন । তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান মহিউদ্দিন প্রধান । পরে দুপুরে মহিউদ্দিন প্রধানের লাশ প্রথমে তার কর্মস্থল ও পরে নিজ বাড়ি ভট্টপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর মহিউদ্দীন প্রধানের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের বাসিন্দা।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মহিউদ্দিন প্রধান একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত করোনাভাইরাস আক্রান্ত রোগীদের রিপোর্ট, পরামর্শ, ঔষধ খাওয়ার নিয়মাবলী ও নমুনা সংগ্রহের বিষয়সহ নানা সেবামূলক কাজ করেছেন।