মৃত শিল্পীর কণ্ঠে নতুন গান!
Published : Tuesday, 26 January, 2021 at 2:37 PM
মৃত শিল্পীর কণ্ঠে শোনা যাবে নতুন গান। অসম্ভব মনে হলেও এটিই সম্ভব করে দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। আর এতে তারা ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। দক্ষিণ কোরিয়ার মৃত সেই শিল্পীর নাম কিম কিয়াং-সিয়োক। ১৯৯৬ সালে ৩১ বছর বয়সে মৃত্যু হয়েছিল কিমের। ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন।
২৫ বছর পর এবার দক্ষিণ কোরিয়ার জাতীয় টেলিভিশনে সুপারস্টার সঙ্গীতশিল্পী কিমের কণ্ঠে নতুন গান শোনা যাবে। মৃত শিল্পীর কণ্ঠ ফিরিয়ে আনতে ন্যাশনাল ব্রডকাস্টার এসবিএস এ কাজে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই সপ্তাহে 'Competition of the Century: AI vs Human' শীর্ষক অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এর আগেও দক্ষিণ কোরিয়ার মৃত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছিল।