ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৪ বছর পর দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে খেলতে নেমে বিপদে
Published : Tuesday, 26 January, 2021 at 5:44 PM
১৪ বছর পর দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে খেলতে নেমে বিপদে পাকিস্তানে বড় দলগুলোর আসা বন্ধ ছিল অনেকদিন। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হচ্ছে। ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে দক্ষিণ আফ্রিকা। করাচিতে আজ (মঙ্গলবার) শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এত বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমে বিপদেই পড়েছে প্রোটিয়ারা। ১৩৬ রান তুলতে হারিয়ে বসেছে ৫ উইকেট।

পাকিস্তান এই ম্যাচে অভিষেক ঘটিয়েছে দুই ক্রিকেটারের। একজন ২৫ বছর বয়সী ওপেনার ইমরান বাট, আরেকজন ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলি।

বর্ষীয়ান স্পিনার নোমান অভিষেক ম্যাচেই আলো ছড়াচ্ছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক (১৫) আর ওপেনার ডিন এলগারের (৫৮) গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে ১৩ রানে সাজঘরের পথ দেখিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এরপর রসি ভ্যান ডার (১৭) হয়েছেন রানআউটের শিকার।

সেট হয়ে আউট হয়েছেন ফাফ ডু প্লেসিস। ব্যক্তিগত ২৩ রানে ইয়াশির শাহর ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর ডি কক আর এলগারকে অভিষিক্ত নোমান আলি সাজঘর দেখালে বিপদেই পড়ে প্রোটিয়ারা।