Published : Tuesday, 26 January, 2021 at 6:40 PM, Update: 26.01.2021 6:46:36 PM
কুমিল্লার বিশিষ্ট কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল-এর কাব্য সমগ্র প্রকাশনা উৎসব টাউন হলের মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক তৃপ্তীশ চন্দ্র ঘোষ। এতে সভাপতিত্ব করেন দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক খায়রুল আহসান মানিক, সনাক সভাপতি বদরুল হুদা জেনু ও সাংবাদিক ইয়াসমিন রিমা প্রমুখ।
জেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদানের কমিটির সদস্যদের সাথে জেন্ডার ভিত্তিক সহিংসতা, পাচার ও উগ্র-সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক ইস্যু নিয়ে সংবেদনশীলতা অধিবেশন গতকাল জেলা জজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা লিগ্যাল এইড কমিটি ও এইড কুমিল্লা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন। এসময় উপ¯ি’ত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্রিয়ার মোঃ মিয়াজী, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফারহানা লোকমান, জেলা বারের পিপি জহিরুল ইসলাম সেলিম, সভাপতি আব্দুল মোমিস ফেরদৌস ও এইড কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালীসহ অন্যান্য অতিথিরা।