ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথম নারী ব্রেকড্যান্সার
Published : Thursday, 28 January, 2021 at 1:30 PM
প্রথম নারী ব্রেকড্যান্সার১৮ বছর বয়সি আফগান তরুণী প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে দেশে একজন রোল মডেল হওয়ার স্বপ্ন দেখছেন৷ মনিজা তালাশ কয়েকমাস আগে একমাত্র নারী হিসেবে আফগানিস্তানের একটি ব্রেকড্যান্স কমিউনিটিতে যোগ দেন৷ ব্রেকড্যান্স অলিম্পিক গেমসেও যুক্ত হয়েছে৷ সেখানে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে চান তিনি৷ মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের পোশাকে ঢেকে তাকে প্রশিক্ষণ নিতে হয়, যা বিশ্বের আর কোনো ব্রেকড্যান্সারের ক্ষেত্রে দেখা যায় না৷  রক্ষণশীল আফগানদের অনেকেই নাচে নারীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করেন৷ মনিজা তালাশ জানান, নাচার জন্য তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু তারপরও নিজের স্বপ্ন পূরণে তিনি নাচ চালিয়ে যাচ্ছেন৷ এক বছর আগে কাবুলে  ড্যান্স ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি৷ বর্তমানে সেই ক্লাবের সদস্য সংখ্যা ৩০, তাদের মধ্যে ছয়জন নারী৷ আফগানিস্তানে গত দুই দশকে জঙ্গিরা অনেকবার মেয়েদের স্কুলগুলোতে হামলা করেছে ৷ গত বছরের মে মাসে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক ভয়াবহ হামলায় ১৬জন মা-সহ মোট ২৪ জন মারা যায়৷ তালাশ বলেন, "তালেবানরা যদি আবার ফিরে আসে  আর আমি যদি ব্রেকড্যান্স চালিয়ে যেতে না পারি, এ কথা ভাবলে আমার ভীষণ মন খারাপ হয়৷” ব্রেকড্যান্সার এবং প্রশিক্ষক সাজাদ তেমুরিয়ান বলেন, "ব্রেকড্যান্সে মেয়েদের অংশ নেওয়াকে আমি খুব ভালো মনে করি৷'' সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৪ সালের প্যারিসে অলিম্পিকে ব্রেকড্যান্সকেও অন্তর্ভুক্ত করেছে৷ মনিজা তালাশ বলেন, "জীবনে কোনোকিছুই অর্জন করা সহজ নয়৷ ব্রেকড্যান্স খুবই কঠিন৷  তবে ইচ্ছা আর সাহস থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতে পারে৷”