ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে কেরানীগঞ্জে সড়ক অবরোধ
Published : Thursday, 28 January, 2021 at 6:00 PM
ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে কেরানীগঞ্জে সড়ক অবরোধকেরানীগঞ্জের ওয়াশিং ফ্যাক্টরি খুলে দেয়াসহ পাঁচ দফা দাবিতে সড়কের একাংশে অবরোধ করেছেন ওয়াশিং ফ্যাক্টরির মালিক ও শ্রমিকরা।
কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রেজা বলেন, বন্ধ থাকা ওয়াশিং ফ্যাক্টরি চালুসহ পাঁচ দফা দাবিতে আমরা এই মানববন্ধন করছি। শান্তিপূর্ণ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে দ্রুত সরকার আমাদের দাবি মেনে নেবে এমন প্রত্যাশা করছি।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল বলেন, কারখানা বন্ধ থাকায় প্রায় সাড়ে তিন লাখ শ্রমিকের কোনো কাজ নেই। কারখানা মালিকদেরও প্রায় একই অবস্থা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়েই পথে নেমেছি।

পাঁচ দফা দাবি সমূহ হলো
১.পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্ধ থাকা কারখানাগুলো চালু করা।
২.শিল্প জনি ইটিভি ট্রিটমেন্ট প্লান্টসহ গ্যাস, বিদ্যুৎ ও হাড়ের সংযোগ সুবিধার ব্যবস্থা করা।
৩. বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা করা।
৪.পুনর্বাসনের জন্য কারখানা মালিকদের সহজ শর্তে ঋণ দেয়া।
৫.সাড়ে তিন লাখ শ্রমিকদের বেকারত্বের হাত থেকে রক্ষা করা।