দেবীদ্বার আবারও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
এ,বি,এম, আতিকুর রহমান বাশার ঃ কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত পানবাজার থেকে সরকারী হাসপাতাল গেইট পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশের কাঁচাবাজারের শতাধিক দোকান ভোলড্রেজার দিয়ে উচ্ছেদ করা হয়। স্থানীয় প্রশাসন বলছেন, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও যানজট নিরসনে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদকৃত ব্যাবসায়ীদের বিকল্প ব্যবস্থারও আশ^াস দেন প্রশাসন।
অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান, পৌর সচিব মো. ফখরুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মীসহ অন্যান্য কর্মকর্তাগন।
উল্লেখ্য দেবীদ্বার নিউমার্কেটের দৈনিক কাচাঁ বাজারের ব্যবসায়িদের বিকল্প কর্মসংস্থান ছাড়াই ২০১১ সালে এবং ২০১৪ সালে দু’দফা একই নিয়মে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়, প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পৌরসভা থেকে নিউমার্কেট দৈনিক বাজার আর ইজারা দেয়া হবেনা। কিন্তু প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে ইজারার ব্যবস্থা করা হয়। ২০১১ সালে উচ্ছেদ অভিযানের পর ১৩ এপ্রিল “অরুণোদয় কৃষিপণ্য বাজার” নামে সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ,বি,এম গোলাম মোস্তফার নির্দেশে পৌর প্রশাসক বাজারটিকে আধূনিকায়নে সেড নির্মানে ১৫০টি দোকান নির্মানের পরিকল্পনা নেন। ওই লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনৈতিক টানাপোড়ানে আর এগোয়নি।
তবে চলতি উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিকল্প জায়গার ব্যাবস্থা করে দেবার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান। এরই মধ্যে ব্যবসায়ীরা পাশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পরিত্যাক্ত ৩৩শতাংশ জায়গায় অবস্থান নিয়েছেন। বিগত ২০১৮ সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত জমিতে বহুতল ভবন নির্মানে কাঁচা বাজার স্থানান্তরের পরিকল্পনা নিলেও তা আর বাস্তবায়ন হয়নি।
দৈনিক কাচা বাজার ইজারার খাজনা আদায়কারী মো মফিজুল ইসলাম জানান, উক্ত বাজারের প্রায় ১৬০টি ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদের আওতায়, তারা বিকল্প জায়গা হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পরিত্যাক্ত জায়গায় চলে যায়।
স্থানীয় পৌর অধিবাসী আবুল কালাম জানান, বাজার উচ্ছেদ আমাদের দীর্ঘদিনের দাবী। কারন এতে যানজট সহ পথচারিদের চলাচলে বিঘœ নিত্যদিনের সমস্যা। তবে উচ্ছেদের ব্যবসায়ীদের পাশাপাশি বিকল্প জায়গারও দাবী জানাচ্ছি। উদ্ধারকৃত জায়গা যদি সিএনজি ষ্ট্যাশনকে ইজারা দেয়া হয় তাহলে যানজট আরো বৃদ্ধি পাবে। উদ্ধারকৃত জায়গা উন্মোক্ত রেখে, সড়ক প্রশস্ত ও বাগান নির্মাণ করলে যানজট নিরসন সহ সৌন্দর্যবর্ধন হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, দেবীদ্বার নিউমার্কেট এলাকার যানজট নিরসন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ ও পরিবেশের সৌন্দর্যবর্ধন, পথচারিদের নির্বিঘেœ চলাচলের স্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ হওয়া সকল ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে।