ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রামমালা ছাত্রাবাসে র‌্যাগিং থানায় জিডি
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ছোট ভাই অন্তর আচার্যকে র‌্যাগিংয়ের অভিযোগ থানায় সাধারণ ডায়রি করেছে বড় ভাই জয়ন্ত আচার্য। গত ২৬ তারিখ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা অজিতগুহ কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র অন্তরকে নর্দমায় চুবিয়ে র‌্যাগ দেয় রামমালা (ঈশ্বর পাঠশালা) ছাত্রাবাসের কয়েকজন ছাত্র। অন্তরও একই ছাত্রাবাসে থাকে। অভিযুক্তরা অন্তরকে দিয়ে হোস্টেলের গেইট ও বটগাছকেও প্রণাম করায় বলে জিডিতে উল্লেখ করা হয়। গত ২৭ জানুয়ারি কোতয়ালী মডেল থানায় জিডিটি করা হয়। এই ঘটনায় অভিযুক্তরা হলো রামমালা ছাত্রাবাসে থাকা- অর্জুন শীল (২৬), বাঁধন (২৩), পল্পব (১৮), মঙ্গল (১৮), নীলকান্ত (১৮), পিয়ন্ত (১৮), শিমুল (২৫), শুভ দাস (২৩), সীমান্ত (১৮), প্লাবন (১৮), প্রশান্ত (২০), কমল চক্রবর্তী (৪৫), তাপস ভৌমিক, উৎপল চক্রবর্তীসহ আরো কয়েকজন।
জিডিতে জয়ন্ত আচার্য উল্লেখ করেন, আমার ছোট ভাই অন্তর আচার্য, অজিতগুহ কলেজে উচ্চ মাধ্যমিক শাখার প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার সুবাধে সে ইশ্বর পাঠশালাস্থ রামমালা ছাত্রাবাসে থাকে। বিবাদীগণ একই ছাত্রাবাসে থাকে। বিবাদীগণ ছাত্রনামধারী উশৃঙ্খল খারাপ ও বখাটে প্রকৃতির। তাহারা বিভিন্ন অসহায় ছাত্রদেরকে বিভিন্ন কৌশলে অত্যাচার অবিচার করিয়া টাকা পয়সা হাতিয়ে নেওয়াসহ ধর্মের দোহাই দিয়া বিভিন্নভাবে নির্যাতন করিয়া আসিতেছে। উহারই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে সকল বিবাদীগণ আমার ছোটভাইসহ আরো কয়েকজন অসহায় ছাত্রের নিকট হইতে গুপ্ত মিথ্যা ভ্রান্তকর ধারণা দিয়া ৪০০/- টাকা করিয়া আদায় করিয়া নেয়। পরবর্তীতে বিবাদীগণ আমার ছোট ভাইকে প্রাণনাশে হুমকী প্রদান করিয়া ইশ্বরপাঠশালার ভিতরে অবস্থিত নর্দমাযুক্ত পুকুরে উঠিয়া ভিজা শরীরে নিবেদিতা মহিলা হোষ্টেলের গেইটের সামনে নিয়া নিজ ধর্মকে অবমাননা করিয়া হোষ্টেলের গেইটকে এবং শহীদ মিনারের পাশে বট গাছকে নমস্কার করায়। পরবর্তীতে বিবাদীগণ আমার ছোটভাইকে হুমকী প্রদান করে যে, উক্ত বিষয় নিয়া কাউকে কিছু জানাইলে কিংবা কোথাও কোন প্রকার অভিযোগ করিলে আমার তাহাকে যেখানেই সময় সুযোগ মতো পাইবে সেখানেই মারধর কিংবা খুন জখম করিবে বলিয়া অপরাধজনক ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। যাহার ফলে বিবাদীগণ দ্বারা আমার ছোট ভাইয়ের যেকোন অঘটন ঘটনে পারে বলিয়া আংশকা করিতেছি।