মিরাজের অন্য স্বাদের ‘প্রথম’
Published : Friday, 5 February, 2021 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজের বিপে চলমান প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্পিন
অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আট নম্বরে নেমে তিনি ১০৩ রান করেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে
সেঞ্চুরি করছেন মিরাজ। পাশাপাশি একাধিক েেত্র তিনি প্রথমের স্বাদ পেয়েছেন।
২০১৬
সালে টেস্ট অভিষেকের পর ২৩তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন
মিরাজ। সেঞ্চুরিটি মিরাজের অনেক স্বাদের 'এক নম্বর'। কারণ এই টেস্টের আগে
আন্তর্জাতিক, প্রথম শ্রেণী, লিস্ট 'এ' এবং টি-টোয়েন্টিতে মিরাজের কোনো
সেঞ্চুরি ছিল না। বাংলাদেশের জার্সি গায়ে ৪৪টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি
খেলেছেন ২৩ বছর বয়সী মিরাজ। ৪০টি প্রথম শ্রেণী, ৯৩টি লিস্ট 'এ' ও ঘরোয়া
৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু কখনই তিন অংকে পা দিতে পারেননি।
আজকের
সেঞ্চুরির আগে টেস্টে মিরাজের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৮। ওয়ানডেতে ৫১ ও
টি-টোয়েন্টিতে অপরাজিত ১৯ রান।ঘরোয়া আসর প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮০, লিষ্ট
'এ'তে ৫২ ও টি-টোয়েন্টিতে অপরাজিত ৮৭ রান আছে মিরাজের। কিন্তু একটি
সেঞ্চুরির জন্য মনের গহীনে ছিল বড় আপে। টেস্টে ২টি ও ওয়ানডেতে ১টি
হাফ-সেঞ্চুরি করেছেন মিরাজ। তবে টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরিও করতে পারেননি।
এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮টি হাফ-সেঞ্চুরি, লিস্ট 'এ' ক্রিকেটে ৫টি ও
টি-টোয়েন্টিতে করেছেন ৩টি হাফ-সেঞ্চুরি।