ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথম দিনে চাঁদপুরে কোভিড টিকা গ্রহন করলেন যারা
Published : Sunday, 7 February, 2021 at 2:22 PM

প্রথম দিনে চাঁদপুরে কোভিড টিকা গ্রহন করলেন যারা সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের করোনা ভ্যাকসিন শরীরে পুষ করার মাধ্যমে টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ওই দিন সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯ জন ব্যক্তি এ টিকা গ্রহণ করেছেন।
গতকাল ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কোভিড-১৯ টিকা দান কেন্দ্রে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নাছর উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লা, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন, এন আই উপ পরিচালক শাহ আরমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, আর এম ও ডাক্তার এ এইচ এম সুজাতদৌলা রুবেল, আবাসিক সার্জন ডাক্তার মাহমুদুন নবী মাসুম, ডায়াগনষ্টিক ও প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি ডাক্তার এস এম সহিদ উল্লা, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ সাগর, ইফা উপ পরিচালক মোঃ খলিলুর রহমান, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা মনির হোসেন, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন ও মিসেস হানি হাকিম সিমু।
টিকা গ্রহণ শেষে জেলা প্রশাসক অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমারতো ছোটবেলায় অনেক টিকা নিয়েছি,     আজো সেই রকমই লেগেছে। কোন ব্যাথা অনুভূব হয়নি, সুস্থ মনে হয়েছে। আপনারও সকলে কোভিড-১৯ এর টিকা গ্রহন করুন।