ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর জেলায় কোভিড -১৯ টিকাদান কেন্দ্রের উদ্ধোধন
Published : Sunday, 7 February, 2021 at 2:19 PM
চাঁদপুর জেলায় কোভিড -১৯ টিকাদান কেন্দ্রের উদ্ধোধনবৈশ্বিক করোনা মহামারির হাত থেকে দেশ বাসীকে মুক্ত করতে সরকার করোনার টিকা সংগ্রহ করে তা জেলায় জেলায় পাঠিয়েছে।চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।গতকাল ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে চাঁদপুরে ৮ উপজেলায় ৭ হাজার ২শ জনকে করোনার ভায়াল টিকা দেয়ার উদ্ধোধন করা হয়েছে ।সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এম পি।

জেলা প্রসাশক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর সঞ্চালনায় ভাচ্যূয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি এমপি।
এ সময় তিনি বলেন, আপনারা সুস্হ্য থাকবেন।বর্তমান আওয়ামীলীগ সরকার বৈশ্বিক করোনা মহামারির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে কোভিড -১৯ এর টিকা সংগ্রহ করেছে। যা আজকে দেশবাসীর মাঝে নিবন্ধনের মাধ্যমে দেয়া হচ্ছে। আপনারা এ পিকা নিয়ে সুস্থ থাকবেন।

জেলা আওয়ামীলীগ সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল,সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, ডাঃ এস এম শহিদুল্লা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ইএনও সানজিদা শাহনাজ, জেলা বি এম এ সভাপতি ডাঃ এম এন হুদা, সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুন ন্নবী মাসুম, সাবেক সভাপতি ডাঃ হারুনুর রশীদ সাগর, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ সাজেদা বেগম পলিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ সুজাউদৌল্যা রুবেল, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এম তসলিম। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, প্রথম দিনে চাঁদপুর সদরে ১৯ জন কে টিকা দেয়া হয়েছে।  
চাঁদপুর সদর উপজেলায় ১ হাজার ৪শ ৮৮, ফরিদগঞ্জে ১ হাজার ১ শ ৮২, হাইমচরে ৩শ ২৭, শাহরাস্তিতে ৬শ ৮৩, হাজীগঞ্জে ৯ শ ৮৫, কচুয়ায় ১ হাজার ১ শ ৩৯, মতলব দক্ষিণে ৬ শ ২৬ ও মতলব উত্তর উপজেলায় ৮ শ ৭০ জনকে প্রথম ধাপে এ টিকা দেয়া হবে।