জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল নগরীতে র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
বরিশাল মূক-বধির সংঘের উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরিশাল মূক বধির সংঘের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মো. নওশাদ, প্রচার সম্পাদক মো. রনি ও কামরুজ্জামান মুন্না।
মানববন্ধনে ইশারা ভাষায় তারা বলেন, প্রতিবন্ধি ব্যক্তিকে সহায়তা করা সকলের রাস্ট্রিয় ও নাগরিক দায়িত্ব। সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধিদের সহায়তা করার আহবান জানান তারা। এর আগে সদর রোড থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শ্রবন ও বাক প্রবিন্ধী জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে ২০১১ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ৭ ফেব্রয়ারিকে ‘জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস’ ঘোষণা করে।