ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাভার্ডভ্যানে লুকিয়ে পাচারকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ আলম
Published : Sunday, 7 February, 2021 at 5:21 PM
কাভার্ডভ্যানে লুকিয়ে পাচারকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতারকুমিল্লায় কাভার্ডভ্যানে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উত্তর সেন্দি এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে করে ইয়াবা পরিবহনকালে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই গ্রামের মোঃ শহিদুল্লার ছেলে মোঃ ইমরান হোসেন (২৪), একই জেলার কচুয়া উপজেলার জুগিচাপর গ্রামের মৃতঃ আহম্মেদ হোসেনের ছেলে মোঃ আজগর হোসেন (২৮) এবং গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুর গ্রামের আসলাম শিকদারের ছেলে মোঃ নুর ইসলাম শিকদার ছোটন (২২)।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মাদকব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কাভার্ডভ্যানে লুকিয়ে পাচারকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার