সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন বলেন, পুলিশ সোমবার ওই নারীর স্বামী ও দেবরকে গ্রেপ্তার করেছে। তারা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন।
গত রোববার ভোরে বাড়ির অদূরে একটি আম গাছে এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির বরাতে মির্জা সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ওই গৃহবধূর সঙ্গে শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে করিম পাড়ের পরকীয়া সম্পর্ক ছিল।
ঘটনার দিন রাতে পরিত্যক্ত একটি কক্ষে তাদের ‘আপত্তিকর’ অবস্থায় দেখে ফেলায় গৃহবধূর স্বামী ও তার দেবর এই দুইজনকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে সালাউদ্দিন জানান।
পরে গৃহবধূর পরনের ওড়না ও একটি গামছা দিয়ে তাদের মরদেহ দুটি একটি আম গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আরও জানান, সোমবার দুপুরে কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের বাড়ি থেকে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করা হয়।
এই ঘটনায় নিহত করিম পাড়ের বাবা জয়নাল পাড় কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।