ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাজিল-আর্জেন্টাইনের সাথে বাংলাদেশি ঝলক
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM
ব্রাজিল-আর্জেন্টাইনের সাথে বাংলাদেশি ঝলকতানভীর দিপু:
বাংলাদেশ প্রিমিয়ার লীগে শুরু থেকে টানা ৭ ম্যাচ জিতে অপরাজিতের খেতাব অক্ষুন্ন রেখেছে বসুন্ধরা কিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আত্মবিশ্বাসে ভরপুর বসুন্ধরা সব খেলাতেই যেন আধিপত্য বিস্তার করেই খেরছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও তাই দল নিয়ে করতে পারছেন পরীক্ষা নিরীক্ষা। গতাকালের ম্যাচেই দেখা গেলো তার প্রমাণ। ক্যাপ্টেন তপু বর্মনের বদলি খোলোয়ার হিসেবে নেমেই স্কোর করলেন তৌহিদুল আলম সবুজ। এর আগে গোল করেছেন আরো দুই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো আর আর্জেন্টাইন রাউল বেসেরা। কিংসদের সব খেলাতেই দর্শকরা দেখছে ব্রাজিল আর্জেন্টিনার সাথে বাংলাদেশি ফুটবল চমক।
ক্লাব ফুটবলে আরো চমক দেখিয়েই যাচ্ছে বসুন্ধরা কিংস। ৭ ম্যাচে টানা জয় আনতে প্রতিপক্ষকে হজম করিয়েছে ১৬ টি গোল। কিংসদের জালে গোল হয়েছে ২ টি।
১৬টি গোলের মধ্যে ১১ গোলই এসেছে ব্রাজিল-আর্জেন্টাইনদের পা থেকে, বাকিগুলো করেছে স্থানীয় ফুটবলাররা। পরিসংখ্যানে দেখা গেছে, এপর্যন্ত ব্রাজিলিয়ান রবিনিয়ো করেছে ৬টি গোল, অস্কার ফার্নান্দেসের ১টি এবং আর্জেন্টাইন রাউল বেসেরার ৪ গোল।  
যে কোন দলেই বিদেশি স্ট্রাইকারদের দাপটের মধ্যে বাংলাদেশি খেলোয়াড়দের গোল পাওয়া-না পাওয়ার হিসাব তো সব সময়ই চলে।মুক্তিযোদ্ধার বিপক্ষে তৌহিদুল সবুজের গোল পাওয়া তাই আলোচনায় আসছে। এর বাইরে অবশ্য বসুন্ধরার ম্যাচ মানেই অবধারিত রবসনের জয়গান। ব্রাজিলিয়ান প্লেমেকার গোল করছেন ও করাচ্ছেন। আজ তিনটি গোলের পাশেই তাঁর নাম। প্রথমটি করলেন ও শেষ দুটি করালেন।
প্রথমার্ধের ১০ মিনিটে প্রতিপক্ষের ভুল পাসের সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে প্লেসিংয়ে গোল রবসনের (১–০)। লিগে এটি তাঁর ষষ্ঠ গোল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বসুন্ধরার পক্ষে ব্যবধান ২–০ করেছেন বেসেরা। এ গোলে বাংলাদেশ–ব্রাজিল–আর্জেন্টিনা রসায়ন। মাঝমাঠ থেকে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড বিপলু আহমেদের পাসে ব্যাক হিল করেন রবসন। এতেই ফাঁকা হয়ে যায় মুক্তিযোদ্ধার রক্ষণভাগ। বক্সের মাঝ থেকে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়েছেন বেসেরা। লিগে এটি আর্জেন্টাইন স্ট্রাইকারের চতুর্থ গোল।
লিগে আজ টানা সপ্তম জয় তুলে নিয়েছে বসুন্ধরা। ২১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে তারা। অন্যদিকে টানা চতুর্থ হারে ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে দশম স্থানে মুক্তিযোদ্ধা। আজ বসুন্ধরার সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা।
প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নিয়েছেন বসুন্ধরা কোচ ব্রুজোন। পাঁচজন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়েছেন। লিগে আজই প্রথম ম্যাচ খেললেন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান। দ্বিতীয়ার্ধে রাইটব্যাক বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান। বসুন্ধরার জার্সিতে এটি ছিল তাঁর তৃতীয় ম্যাচ।