চান্দিনায় গাড়ি চাপায় ভ্যান চালক নিহত
রণবীর ঘোষ কিংকর
Published : Thursday, 11 February, 2021 at 7:49 PM
কুমিল্লার চান্দিনায় গাড়ি চাপায় মো. হাসান (৫৫) নামের এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ভোরে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন সাহাপাড়া ব্রীজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চান্দিনা পৌর এলাকার মৃত হামিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ময়নামতিক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাফায়েত হোসেন জানান- ভোরে সবজি বিক্রি করতে চান্দিনা থেকে ভ্যান চালিয়ে নিমসার বাজারে আসছিলেন ওই কৃষক। চট্টগ্রামমুখী ওই লেনে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। পরবর্তীতে তার শরীরের উপর দিয়ে বহু গাড়ি যাতায়াত করায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় নিহতের মরদেহ। এতে নিহতের মরদেহ সনাক্ত করতে বিপাকে পড়তে হয়েছে। দুপুরে পরিবারের সদস্যরা আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।