কুমিল্লার দেবিদ্বারের কৃতিসন্তান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহমেদ কবীর 'কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরাম'’র সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কুমিল্লা জেলার ১৭টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) অনলাইনে ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে 'কুমিল্লা ইউএইচএফপিও ফোরাম’র ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল হোসেন। সাংগঠনিক সম্পাদক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনূর আলম, কোষাধ্যক্ষ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম, মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরি প্রচার ও প্রকাশনা সম্পাদক।
কার্যনির্বাহী ৪জন সদস্য হলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান।
কুমিল্লা ইউএইচএফপিও ফোরামের অন্যান্য সদস্যরা হলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. সরফরাজ খান, বরুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা, হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাম সিকদার, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল আলী, নাঙ্গলকোট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব, ব্রাম্মনপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন, লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এবং আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামশাদ রাব্বানী খান।
প্রসঙ্গত, ডা. আহমেদ কবীর ২০তম বিসিএস ব্যাচের ক্যাডার। তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর সুনাম, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।