কুমিল্লার হোমনায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলখী ইউনিয়নের শ্যামনগর ব্রীজ সংলগ্ন স্টেডিয়ামে নিলখী ইউনিয়নের ওবদী ওয়ারিয়র্স একাদশের সাথে মাধবপুর ভাষানিয়া ইউনিয়ন একাদশের মধ্যকার এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
নিলখী ইউনিয়ন চেয়ারম্যান মো. খন্দকার জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, উপজেলা যুবলীগ সভাপতি মো. খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কায়ছার আহমেদ, নিলখী ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. খন্দকার হান্নান, হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদ দুবাই শাখার সভাপতি মো. আবদুল আউয়াল, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন সওদাগর, স্থানীয় সমাজ সেবক মো. শাহ আলম ফিটু, বিশিষ্ট সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন, মো. আলাউদ্দিন মেম্বার, আবুল হোসেন মেম্বার, মো. সরফত আলী প্রমূখ।
নিলখী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. ফারুক আহমেদ বাবু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন মিয়া ও তরুণ সমাজ সেবক মো. ফাহিম আহমেদ রহিমের সার্বিক আয়োজনে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল লতিফ, উপজেলা যুবলীগ নেতা মো. জাকির রানা, উপজেলা তাতীঁলীগ সাংগঠনিক মো. হাবিব, মো. মানিক মিয়া মেম্বার, নিলখী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. জহির, উত্তর জেলা ছাত্রলীগ সদস্য মো. সোহেল রানা ও মিরাশ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মিনরা বেগম প্রমূখ।
উপমহাদেশের অন্যতম হস্তাক্ষরবিদ ও চলচিত্র অভিনেতা মো. মনির হোসেন মাস্টারের ধারাবর্ণনায় খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, মো. শফিকুল ইসলাম মুন্না এবং সাইড রেফারী হিসেবে দু’পাশে সহযোগিতা করেন, মো. ওমর ফারুক ও মো. হাবিব। নির্ধারিত ৭০মিনিটেও কোন দল গোলের দেখা না পেলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ভাষানিয়া ইউনিয়ন মাধবপুর একাদশকে হারিয়ে বিজয়ী হয় নিলখী ইউনিয়ন ওবদী ওয়ারিয়র্স একাদশ। খেলায় অতিথিদের বিচারে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ওবদী ওয়ারিয়র্স একাদশের হবিগঞ্জের গোলকিপার মো. আশিক।