ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিউজিল্যান্ড সফরের আগে থাকছে না প্রস্তুতি ক্যাম্প
Published : Friday, 12 February, 2021 at 12:00 AM
চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। পূর্ণ পাঁচদিন খেলা হলে এই ম্যাচ শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি (সোমবার)। এরপর সপ্তাহখানেকের বিরতি, যা শেষ হতে না হতেই প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ড চলে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট শেষ ও সফরে যাওয়ার আগে মাঝের সময়টায় দেশের মাটিতে কোনো প্রস্তুতি ক্যাম্প করবে না টাইগাররা।
বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। মূলতঃ খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই মাঝের সময়ে কোনো ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেনি বিসিবি। বরং নিউজিল্যান্ডে গিয়েই বাড়তি অনুশীলনের ভাবনা বিসিবির।
বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের ভাষ্য, ‘বাংলাদেশে ক্যাম্পের সম্ভাবনা অনেক কম। সবসময় কোয়ারেন্টাইন বা বায়ো বাবলে রাখা এটা খেলোয়াড়দের জন্য খুব কঠিন। এই সিরিজ শেষ হলে ওদের ছুটি দেবো। এরপর হয়তো এখান থেকে নিয়ে ওখানে (নিউজিল্যান্ড) ট্রেনিং দিবো।’
বাংলাদেশ দলের প্রস্তুতির কথা ভেবে এরই মধ্যে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের খেলা সাতদিন পিছিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। এ সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবিকে দুইটি অপশন দিয়েছিল এনজেসি। সেখান থেকে দ্বিতীয়টি অর্থাৎ নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি ক্যাম্পের পথটিই বেছে নিয়েছে বিসিবি। এ কারণেই সাত দিন পিছিয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি।