রাজধানীর শাহবাগে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের একটি দল।
বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংরা সেলিম, লালন ও সেলিম মিয়া।
ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, দুটি চাকু, একটি এন্টিকাটার, একটি হাতুড়ি ও দুই লাখ ৫০ হাজার টাকা জব্দের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার।
গত ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতোয়ালী থানার তাঁতিবাজারের একটি অফিস থেকে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে রিকশাযোগে রওনা হন। দুপুর আড়াইটার দিকে রিকশাটি শাহবাগ থানার টিএনটি এক্সচেঞ্জের পূর্ব পাশে টেম্পুস্ট্যান্ডের কাছে পৌঁছলে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লোক তার রিকশা গতিরোধ করে।
পরে তারা শহিদুলকে কিল, থাপ্পর ও চাকু দিয়ে ডান চোখের নিচে গুরুতর আঘাত করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঘটনার পর মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ওই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।