ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
Published : Saturday, 13 February, 2021 at 3:22 PM
 মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া থেকে জুনায়েদ আলী (১৭) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

জুনায়েদ নওগাঁর পোরশা উপজেলার গোপালপুরের লুৎফর রহমানের ছেলে। তিনি পাঠান পাড়ায় হেফজুল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলগাছে জুনায়েদের ঝুলন্ত লাশ দেখতে পায়। দুটি সীমানা প্রাচীর মাঝখানে হওয়ায় ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।”

তিনি বলেন, লাশের কাছে একটি চিঠিতে লেখা ছিল. আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। জ্বিনের ইচ্ছায় আমি আত্মহত্যা করেছি।“