ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার গাজী শামসুজ্জামান খোকনকে পুড়িয়ে মারতে তার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে গতকাল শুক্রবার গভীর রাতে তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ঘরের আসবাবপত্র, পোশাক ও নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ভুক্তভোগী গাজী খোকন জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তার বসতঘরের পশ্চিম পার্শ্বের কামরার জানালা খুলে বিছানায় কেরোসিন তেল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায় রুমের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে আগুন নেভাতে সাহায্য করে।
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে আমাকে ও আমার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যেই এ কাজ করেছে দুর্বৃত্তরা।
বাড়িতে আগুনের ঘটনায় বোয়ালমারী থানায় মামলা করার প্রস্তুতি চলছে। বোয়ালমারী থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।