ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাছে আসার গল্পে টয়া
Published : Saturday, 13 February, 2021 at 7:13 PM
কাছে আসার গল্পে টয়াভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার গল্পে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী মুমতাহিনা টয়া।

ভালোবাসা দিবসে রোববার দেশের ১৬টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আব্দুল্লাহ আর রাফির গল্পে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাসের পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন কস্টিউম ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন টয়া; যিনি দুই বছর বাদে ফিরলেন কাছের আসার গল্পে।

টয়ার বিপরীতে একজন উবার ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা খায়রুল বাশার। আরেকটি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাহেদ আলী সুজনকে।

টয়া বলেন, “বিশেষ দিবসের এই কাজটি আমার খুবই পছন্দের। এটা নিয়ে দর্শকদের মাঝেও বাড়তি আগ্রহ থাকে। এবার অনম দাদার সঙ্গে কাজ করলাম। আশা করি অনম দাদা যেমনটা চেয়েছেন, তার কিছুটা হলেও করতে পেরেছি।”

অনম বিশ্বাস বলেন, ‘এই নিয়ে টানা তৃতীয়বারের মত দর্শকের পাঠানো কাছে আসার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছি। প্রতিবারের মত দর্শক এবারও মিষ্টি প্রেমের গল্প দেখতে পারবেন আশা করি।”

টেলিভিশনে প্রচারের পর ইউটিউব চ্যানেলেও চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।