ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেঘনায় ব্যবসায়ী হত্যার আসামি বিমানবন্দরে গ্রেফতার
মাসুদ আলম
Published : Saturday, 13 February, 2021 at 7:46 PM
মেঘনায় ব্যবসায়ী হত্যার আসামি বিমানবন্দরে গ্রেফতারকুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামের আলোচিত ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার আসামি মো. হৃদয় মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ১২ নভেম্বর প্রকাশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত করার পর থেকে পলাতক থেকে শুক্রবার গোপনে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার এসআই মো. নাজির হোসেন।
তিনি সাংবাদিকদের আরও জানান, মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর এ মামলার আসামি হৃদয় মিয়া (২২) বিদেশে পালানোর চেষ্টা করছেন গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে গত বছরের ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখায় (ইমিগ্রেশন) রিকুইজিশন পাঠানো হয়। এর প্রায় তিন মাস পর গত শুক্রবার বিকালে সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। খবর পেয়ে তাকে শুক্রবার রাত দেড়টার দিকে মেঘনা থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশ বৈঠকে ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।