‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে কৃষিবিদ দিবসের তাৎপর্যের ওপর ভিত্তি করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
কৃষি অনুষদের ডিন (সদ্য বিদায়ী) প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস সভাপতিত্বে বক্তব্য দেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহ্বায়ক কৃষিবিদ ফেরদৌস আলম, ছাত্রনেতা রাসেল আলভী ও রিয়াদ খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, আই আর টি এর পরিচালক অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, সহকারী প্রক্টর ড মো রবিউল ইসলাম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার ড. মো. আবু সাঈদ,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মোমিন শেখসহ বিভিন্ন অনুষদীয় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।