মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান শান্ত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ২০১৪-১৫ সেশনের শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ও ঢাবি ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ছিলেন।
শনিবার দুপুরে কেরানীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।