ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মারিও দ্রাগি ইতালির নতুন প্রধানমন্ত্রী
Published : Saturday, 13 February, 2021 at 8:30 PM
মারিও দ্রাগি ইতালির নতুন প্রধানমন্ত্রী ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত মাসে সাবেক প্রশাসনের পতনের পর দ্রাগি প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ঐক্য সরকার গঠন করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করোনাভাইরাস পুনরুদ্ধার তহবিল কীভাবে ব্যয় করা হবে তা নিয়ে বিরোধের জেরে পূর্ববর্তী জোট সরকারে ভাঙন ধরে। জোট সহযোগীরা সমর্থন প্রত্যাহারের পর পদত্যাগে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে।

ইতালি এখনও করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছে আর দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সঙ্কটেরও মোকাবেলা করছে।

দেশটিতে মহামারী ৯৩ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে আছে ইতালি।

ইতালির পার্লামেন্টের সবচেয়ে বড় দল ফাইভ স্টার মুভমেন্টের সমর্থন পাওয়াতে দ্রাগির রাজনৈতিক সমর্থনের পাল্লা আরও ভারী হয়েছে।

তার সরকারে ফাইভ স্টার মুভমেন্ট, কট্টর ডানপন্থি লিগ পার্টি ও মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির জ্যেষ্ঠ নেতারা মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন।

আগামী সপ্তাহে দ্রাগির সরকার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবে, যাকে এখন নিছক একটি আনুষ্ঠানিকতা হিসেবে গণ্য করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ে ও ব্যাংক অব ইতালির গভর্নর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা দ্রাগিকে সংকটকালীন প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে।

গত মাসে বিবিসির নিউজাওয়ার অনুষ্ঠানে ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বলেছেন, “মারিও দ্রাগি সেই ইতালিয়ান যিনি ইউরোপকে রক্ষা করেছেন আর আমি মনে করি তিনিই সেই ইউরোপিয়ান যিনি ইতালিকে রক্ষা করতে পারবেন।”