ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কলকাতায় চোটের সঙ্গে লড়ছেন জামাল
Published : Saturday, 13 February, 2021 at 8:33 PM
কলকাতায় চোটের সঙ্গে লড়ছেন জামালভারতীয় লিগে আগের ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে ঊরুতে চোট পেয়েছিলেন কলকাতা মোহামেডানের অন্যতম অস্ত্র ও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই চোটে মাঠও ছেড়েছিলেন। এরপর থেকে নিজের দলের হয়ে ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। এই অবস্থায় কাল ইন্ডিয়ান অ্যারোসের বিপক্ষে তার মাঠে নামাই অনিশ্চিত হয়ে পড়েছে!

যদিও শনিবার কিছুটা অনুশীলন করেছেন জামাল। তবে আগামীকাল খেলতে পারবেন কিনা, নিশ্চিত নন। জামাল নিজেই এই প্রসঙ্গে বলেছেন, ‘আগের ম্যাচে ব্যথা পেয়ে এমআরআই করিয়েছি। এখনও ফল হাতে পাইনি। তার পরেও আজ অনুশীলন করেছি। তবে কাল খেলতে পারবো কিনা জানি না। কোচ যদি অনুমতি দেয়, তাহলে হয়তো খেলতে পারি। তবে সেটি নিশ্চিত নয়।’

উল্লেখ্য, আই লিগে কলকাতা মোহামেডান ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ অবস্থানে আছে।