ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহবাগ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাই : ছয়জন রিমান্ডে
Published : Saturday, 13 February, 2021 at 8:38 PM
শাহবাগ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাই : ছয়জন রিমান্ডে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার ছয় আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও মো. সেলিম মিয়া।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু ও লুণ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শহিদুল ইসলাম কোতোয়ালি থানার তাঁতিবাজার রামোনের অফিস হতে একটি ব্যাগের মধ্যে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে রিকশায় রওনা হন। শাহবাগ থানার টিএনটি এক্সচেঞ্জের পূর্ব পাশে রাস্তার ওপর টেম্পুস্ট্যান্ডে আনুমানিক দুপুর ২টা বা ৩টার দিকে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-১০ জন লোক তার রিকশার গতিরোধ করে তাকে ঘিরে ধরে।

এ সময় তারা ভুক্তভোগী শহিদুলকে উপর্যুপরি কিল, ঘুষি, থাপ্পড় ও চাকু দিয়ে তার ডান চোখের নিচে গুরুতর আঘাত করে তার কাছে থাকা ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা জোর করে ছিনিয়ে নেয়।