কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি রাজু’র পিতা বিশিষ্ঠ সমাজ সেবক হাজী আবদুল হালিম মজুমদার মারা গিয়েছেন। শনিবার বাদ আসর নিজ গ্রাম ইটাল্লা ঈদগাঁ মাঠে জানাজা অনুষ্ঠিত। বরেন্য এই সমাজসেবকের জানাজা নামাজে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দির বাহার এমপিসহ বিশিষ্টজনেরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আবদুল হালিম মজুমদার।
জানা যায়, শনিবার সকাল ৮ টায় হাজী আবদুল হালিম মজুমদার (৯০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন কন্যা, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহী রেখে গেছেন। হাজী আবদুল হালিম মজুমদারের মৃত্যর খবর পেয়ে রাজনৈতিক, সামাজিক ও নগরীর বিশিষ্টজনরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
জানাজায় অংশ নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা ক্রিকেট উপ কমিটির সভাপতি সাইফুল আলম রনি, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাথপুর ইউপি চেয়াম্যান মামুনুর রশিদ মামুন, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম, মীর আবদুল মোতালেব লিটন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা অংশ নেন।