ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে মোশাররফ হোসেন টেকনিক্যাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন
Published : Sunday, 14 February, 2021 at 9:11 PM
শাহরাস্তিতে মোশাররফ হোসেন টেকনিক্যাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধনশাহরাস্তিতে মোশাররফ হোসেন টেকনিক্যাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হেসেন টেকনিক্যাল ইনস্টিটিউট।  ১৩ ফেব্রুয়ারি  শনিবার  এ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়। আলহাজ্ব জালাল উদ্দিন পন্ডিত ট্রাস্ট কর্তৃক মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক ট্রাস্টের সভাপতি মোঃ মহসিন আলম তার নিজ গ্রামেই এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। উপজেলার অবহেলিত সীমান্তবর্তী গ্রামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঐদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা, বৃহত্তর লাকসাম উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এ সময় তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত নিভৃত অঞ্চলে একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান হচ্ছে, এতে নতুন প্রজন্ম উপকৃত হবে। যারা উদ্যোগ নিয়ে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন তাদের ধন্যবাদ জানাই। এ ধরনের কারিগরি প্রশিক্ষণ পেলে তরুণদের কাজের পরিধি বৃদ্ধি পাবে। আমাদের উচিত এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসা। যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা যেন সরকারি-বেসরকারি চাকুরি পায় তার জন্যে সহযোগিতা করতে হবে। কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাদেরকেও সহায়তা করতে হবে। আমরা যুগোপযোগী প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা দারিদ্র্য বিমোচনের সুযোগ করে দিতে পারবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালাল উদ্দিন পন্ডিত ট্রাস্টের সভাপতি মোঃ মহসিন আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হোসাঈন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন  মিজান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সরকা‌রি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতি‌নি‌ধিবৃন্দ, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ, সাংবা‌দিকবৃন্দ এবং স্থানীয় এলাকার জনগণ।