ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি পৌরমেয়র নির্বাচিত হলেন নাইম ইউসুফ
কামরুল হক চৌধুরী
Published : Sunday, 14 February, 2021 at 9:30 PM
দাউদকান্দি পৌরমেয়র নির্বাচিত হলেন নাইম ইউসুফকুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে পৌরমেয়র হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন নাইম ইউসুফ সেইন। রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। আওয়ামী লীগের (নৌকা) মনোনীত মেয়রপ্রার্থী   নাইম ইউসুফ সেইন মোট ভোট পেয়েছেন ১৪,৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা পেয়েছেন ১০৩৬ ভোট আর বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নুর মোহাম্মদ সেলিম পেয়েছেন ৮২৯ ভোট।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন  ভোটকেন্দ্র পরিদর্শন করেন, কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।
নির্বাচিত পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন পৌরবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। দাউদকান্দি পৌরমেয়র নির্বাচিত হলেন নাইম ইউসুফ