চতুর্থ দফায় পৌর নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় হয়েছেন। রবিবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে দাউকান্দিতে নৌকার প্রার্থী নাইম ইউছুফ ১৪ হাজার ৪৩৪ ভোট এবং হোমনায় নৌকার প্রার্থী নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে নৌকার প্রার্থী বর্তমান পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন ১৪ হাজার ৪৩৪ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী নুর মোহাম্মদ সেলিম সরকার মাত্র ৮২৯ ভোট এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা ১০৩৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে হোমনা পৌরসভায়ও মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে তিনিও পুণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল লতিফ ৩ হাজার ২৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবদুল হাকিম ৮৫৭ ভোট পেয়েছেন।