দাউদকান্দি পৌর নির্বাচন নৌকা ১৪ হাজার ধানের শীষ ৮ শ’
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার
দাউদকান্দি পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র
নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাইম ইউসুফ সেইন। নৌকা
প্রতীকে নাইম ইউসুফ সেইন পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৩৪ ভোট। বিপরীতে বিএনপি
মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকার পেয়েছেন ৮ শ’
২৯ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মোহাম্মদ আবু মুছা
পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট।
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত
ইভিএম পদ্ধতিতে ৯ টি ওয়ার্ডে ১৭ টি ভোট কেন্দ্রের ৮৯ টি কে এ ভোট গ্রহণ
অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিলো ল করার মতো। এবারই প্রথম
দাউদকান্দিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংরতি
ওয়ার্ড কাউন্সিলর-১নং আসনে মোসাম্মৎ তাছলিমা বেগম (জবা ফুল) ১৮৯৫ ভোট ও ২
নং আসনে নুরুন নাহার (আনারস) ২৯৬৪ ভোট এবং ৩নং আসনে লাভলী আক্তার (চশমা)
১৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ কাউন্সিলর ১ নং ওয়ার্ডে আ: হক মীর
(পাঞ্জাবি) পেয়েছেন ৫৮৬ ভোট, ২ নং ওয়ার্ডে মো: শামীম মিঞা (পানির বোতল) ৯০৪
ভোট, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ( ঢেঁড়শ) ৪৪৯ ভোট, ৪ নং
ওয়ার্ডে সাকিব আহমেদ (ডালিম) ৯৩৩ ভোট, ৫ নং ওয়ার্ডে মো: বিল্লাল হোসেন
(পাঞ্জাবি) ১৪৫৪ ভোট, ৬ নং ওয়ার্ডে সালাউদ্দিন ( উটপাখি) ৬৪৪ ভোট, ৭নং
ওয়ার্ডে মো: এনামুল হক (উটপাখি) ১১৫৯ ভোট, ৮ নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন
প্রধান ( উটপাখি) ৬৮৫ ভোট এবং ৯নং ওয়ার্ডে মো: রকিব উদ্দিনি রকিব ( উটপাখি)
১২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।