কুমিল্লার তিতাস উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়া খানম।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল মান্নান মিয়া,উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নাছিমা বেগম , উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল আমিন ভূঁইয়া, উপজেলা সাব রেজিষ্টার মো. মোমেন মিয়া, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক মো. জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
উক্ত বসন্তবরণ ও পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মাছিমপুর আর আর ইনিষ্টিটিউশন, মজিদপুর উচ্চ বিদ্যালয়, জগতপুর সাধনা উচচ বিদ্যালয়, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ, গৌরীপুর অক্সফোর্ড (শাহপুর ক্যাম্পাস) স্কুল এন্ড কলেজ, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজ, গাজীপুর আজিজিয়া সিনিয়ার মাদ্রাসাসহ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়। পরে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে সন্তুষ্ট পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার।