চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পঞ্চম ধাপে শাহরাস্তি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৮ ফেব্রুয়ারি। এ পৌরসভা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জেলা নির্বাচন অফিস জানিয়েছেন।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ সব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ ফেব্রুয়ারি,বাছাই ৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি । নির্বাচন কমিশন জানান-এ ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
শাহরাস্তি পৌরসভার ভোটার সংখ্যা ৩০ হাজার ৮ শ ৮৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২শ ৩০ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৬শ ৩৪ জন। কেন্দ্র ১৩টি এবং কক্ষ সংখ্যা ৮৮ টি। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কাসেম সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
২৪-২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় ১৩ কেন্দ্রের ১৩ জন প্রিজাইডিং,২৬ জন সহকারী প্রেজাইডিং ও ১শ ৭৬ জন পোলিং অফিসারের ১ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে ।
শাহরাস্তি পৌরসভার নির্বাচন মেয়র পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে।
আগামি ২৬ ফেব্রুয়ারি জেলা নির্বাচন কমিশনের সার্বিক ব্যবস্থাপনায় সকল কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোটার ভোট দেবে তা প্রদর্শিত বা বাস্তবে দেখানো হবে।