তিতাসে ভূমি ও গৃহহীন পাচ্ছে নতুন ঘর
দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ
Published : Wednesday, 24 February, 2021 at 6:23 PM
কুমিল্লার তিতাস উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানাসহ নতুন ঘর। প্রধান মন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের জন্য সরকাররি খাস জমিতে গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।ভূমি ও গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার এই শ্লোগানে তিতাস উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেয়া খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছেন উপজেলা প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণ কাজ শেষ করে ১০ জানুয়ারনী প্রথম পর্যায়ে (ক) শ্রেণীভূক্ত উপকারভোগি পরিবারের মাঝে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত জমির দলিল তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭৫ হাজার টাকা। সব ঘর সরকার নির্ধারিত একই নকশায় তৈরি করছে এবং প্রতিটি ঘরের সাথে পাকের ঘর ও টয়লেটসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রথম পর্যায় ৩০ টি ঘর নির্মান কাজ চলছে। উপকার ভোগিদের মাঝে বন্দোবস্ত ২ শতাংশ ভূমির দলিল ও নির্মাণাধিন ঘরের চাবি হস্তান্তর করা হবে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা খাসভূমি চিহ্নিত করে ইতি মধ্যে গর নির্মাণ কাজ শুরু করেছি আশা করি শীগ্রই উপকার ভুগিদের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি তুলে দিতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, উপজেলা টাস্কফোর্সের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা যাচাই বাছাই করে ৩০ টি পরিবারকে ২ শতক জমির উপর ঘর নির্মাণ করে দিচ্ছি,উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দিতে সরকারী খাসভূমিতে ঘর নির্মাণ কাজ দ্রুত হচ্ছে আশা করি অল্প সময়ের মধ্যেই জমির দলিল ও ঘরের চাবি উপকার ভোগিদের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও আরো ২২টি পরিবারের জন্য জমি এবং ঘর পক্রিয়াধিন আছে।
সংবাদের সাথে ছবি আছে
কবির হোসেন
প্রতিনিধি,তিতাস
মোবাইল-০১৮৬৬৭১৩৭৬২
তাং-২৪/২/২০২১ইং