কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন বলেছেন, আবুল কালাম আজাদ একজন নির্লোভ মানুষ, তিনি পরীক্ষিত নেতা, তিনি আপনাদের মাঝে দিতে এসেছেন নিতে নয়। জননেত্রী যাকে নৌকার প্রার্থী দিয়েছেন তিনি ইনটেক ব্রান্ড। আমরা ২৮ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। বুধবার বিকালে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোটে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আহাম্মেদ হোসেন বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির মাজা ভেঙে গেছে, তারা এখন উঠে দাঁড়াতে সক্ষম না, অন্যের কাঁদে ভর করে উঠতে হয়। আপনারা কেন নির্বাচনে প্রার্থী দিয়েছেন? আর প্রার্থী দিয়েছেন ভালো কথা যাকে দিয়েছেন তিনি তো মুনাফিক। মানুষ মুনাফিককে কখনো ভোট দিবে না। তিনি প্রথমে নৌকার প্রার্থী হয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর, রাজীর পোস্টার লাগিয়ে উপজেলা নির্বাচন করেছিলেন এখন তিনিই আবার ধানের শীষ প্রতীক, জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবির পোস্টার নিয়ে বিএনপির নির্বাচনে নেমেছেন তিনি কি মুনাফিক না? তিনি বক্তব্যে আরও বলেন, দেবিদ্বারের এমপি নৌকার পক্ষে কাজ শুরু করে দিয়েছেন, তার সাথে আমার কথা হয়েছে, তাকে নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। তিনি বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে আরও বলেন, মানুষ আপনাকে কখনও বিশ্বাস করে না, ভোটও দিবে না। আপনার উচিত হবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো। রাজী ফখরুল ও আবুল কালাম আজাদ একই বয়সের, তারা দুজনেই মিলেমিশে নৌকার পক্ষে কাজ করবে। রাজী ছাড়া উন্নয়ন কখনো সম্ভব না, আমি চাই তোমরা দুজন মিলেমিশে এ দেবিদ্বারে উন্নয়নের কাজ করবে এ ক্ষেত্রে কোন দ্বন্ধ নেই। ‘জাতে মাতাল তালে ঠিক তার নাম আওয়ামীলীগ’ উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, আগামী নির্বাচনে এ ইউনিয়নে নৌকার বাম্পার ভোট চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে ম্যাসেজের মাধ্যমে এখানকার নির্বাচনী হালচাল জানিয়েছি। আওয়ামীলীগ জোর করে ক্ষমতা দখল করে না, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় থাকবে। নৌকা মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেশের উন্নয়নের প্রতীক নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আপনারাই আমার শক্তি, আপনাদের এ শক্তিই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। দেবিদ্বারের তরুণ সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল নৌকার লোক। তাঁর পরামর্শ ও সহযোগিতা নিয়ে এই দেবিদ্বারকে একটি আধুনিক দেবিদ্বার গড়ে তুলব। বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বিশেষ অতিথিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন শিশির, সদস্য মোহাম্মদ আলমগীর কবীর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মস্টাার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন প্রমুখ। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীরের পরিচালনায় বক্তারা বলেন, নৌকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিকট আস্থার প্রতীক। বিএনপি উন্নয়ন প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে নেমেছে। বিএনপির প্রার্থীর দেখা নেই, তিনি পলাতক রয়েছেন, আমরা নির্বাচনের দিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেবো। ২৮ তারিখ দলমত নির্বিশেষে নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করব। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, সিদ্দেশ্বরী বিশ^বিদ্যালয় কলেজের সাবেক সভাপতি আশরাফুল আলম লিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।