Published : Thursday, 25 February, 2021 at 12:00 AM, Update: 25.02.2021 2:01:18 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামে আড়াই বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কামরুল দেওয়ান (২৭) নামে একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার পারচেঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক কামরুল দেওয়ান দাউদকান্দির জায়গীর দেওয়ান বাড়ীর হাশেম দেওয়ানের ছেলে।
মঙ্গলবার শিশুর মা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কামরুল দেওয়ান শিশুটিকে ফুসলিয়ে পাশের পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করেন। কিছুন পর শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ব্যাথার কথা বলে।
তাৎনিক শিশুটিকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানার এস.আই মোস্তফা কামাল জানান, প্রযুক্তির মাধ্যমে ধর্ষক কামরুল দেওয়ানকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার পারচেঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোর্পদ করা হয়েছে।