কুমিল্লায় কাপড়ের রঙ দিয়ে মিষ্টি তৈরির অভিযোগে কোয়ালিটি সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোয়ালিটি সুইটস নামের মিষ্টি তৈরির এই প্রতিষ্ঠান কুমিল্লার সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকার অবস্থিত। কাপড়ের রঙ দিয়ে মিষ্টি তৈরির অভিযোগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠাননে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কোয়ালিটি সুইটস নামের মিষ্টি তৈরির প্রতিষ্ঠানসহ ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, কুমিল্লার সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকার কোয়ালিটি সুইটস নামের একটি মিষ্টি প্রস্ততকারী প্রতিষ্ঠানের কারখানায় দেখা যায়, হার্ডওয়ার দোকান থেকে কেনা ডায়িং কালার (কাপড়/দেওয়াল রং করার কাজে ব্যবহৃত) রং দিয়ে লাড্ডু ও বরিন্দা বানানো হচ্ছে।
কারখানাটির ম্যানেজার জুয়েল তদারকি টিমের কাছে স্বীকার করেন যে, শহরের চকবাজারের হার্ডওয়ার দোকান থেকে কম দামে এই রঙ কিনে তারা মিষ্টি তৈরির কাজ ব্যবহার করেন। ফলে ভোক্তা অধিকার বিরোধী এমন হীন কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৮০ টাকা জরিমানা করা হয়। এসময় সম্পৃক্ত দুই কৌটা রঙ এবং এক মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।
কোয়ালিটি সুইটস প্রতিষ্ঠানটির সত্তাধিকারী সোহেল আহমেদ ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মূচলেকা প্রদান করেন। এ ছাড়াও অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত উপস্থিত ছিলেন।