ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় উন্নতমানের চারা কলম উৎপাদন শীর্ষক কৃষক ও উদ্দ্যোক্তা প্রশিক্ষণ
ইসমাইল নয়ন ॥
Published : Thursday, 25 February, 2021 at 8:17 PM
    ব্রাহ্মণপাড়ায় উন্নতমানের চারা কলম উৎপাদন শীর্ষক কৃষক ও উদ্দ্যোক্তা প্রশিক্ষণবাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উন্নতমানের চারা, কলম উৎপাদন ও বিপনন শীর্ষক কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) বিএডিসি’র উদ্যান উন্নয়ন বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যান জাতীয় ফসল সরবরাহ ও পুষ্টি নিরাপত্তা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার মাধবপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন সুচনা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপপরিচালক (উদ্যান) এর দপ্তর, উদ্যান উন্নয়ন কেন্দ্র, বিএডিসি, সৈয়দপুর, কুমিল্লার বাস্তবায়নে এবং মেসার্স আব্দুর রশিদ সরকার বি.সি.আই ও বি.এ.ডি.সি ডিলারের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচিতে মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ৪০ জন কৃষক ও উদ্যোক্তা অংশ গ্রহন করে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান শেষে কৃষক ও উদ্দ্যোগক্তাদের মাঝে সনদ পত্র ও উন্নতমানের চারা কলম বিতরণ করা হয়েছে।
    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএডিসির উপ পরিচালক (উদ্যান) মোঃ নিগার হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক মোঃ মজিবুর রহমান, জেলা ডিএই হেড কোয়াটার উপ পরিচালক আবুল কালাম আজাদ ভূইয়াম, জেলা কৃষি গবেষনা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন, মৃত্তিকা গবেষনা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারন উপ পরিচালক মোঃ শহিদুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএডিসি’র উপ সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। এ সময়, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।