ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে ট্রেনে কাটাপড়ে মা ও শিশু নিহত
Published : Friday, 26 February, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী রেল স্টেশনের অদূরে রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটাপড়ে মা ও  এক শিশু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন,উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার ১বছর বয়সী শিশু মাশরাত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুমি আক্তার, সূর্য্য মজুমদার নামের তার এক ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় গুনবতী রেল স্টেশন অদূরে সড়ক পারাপারের সময় ঢাকা অভিমূখী গুধুলী এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী টেনের নিচে কাটা পরে সুমি আক্তার ও তার কোলে থাকা ১বছর বয়সী শিশু মাশরাতসহ ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘনার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আছে।এ বিষয়ে জানতে চাইলে লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন জানান,ট্রেনে কাটা পড়ে মা ও শিশু নিহত হওয়ার সংবাদ সাংবাদিকদের মধ্যমে জেনেছে।বিস্তারিত জানার চেস্টা করছি।