বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে এটিই হবে প্রথম ফ্লাইট।
সোমবার (৮ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর। এ রুটে ফ্লাইট পরিচালনার ফলে দুটি পাতা একটি কুঁড়ির নগরী সিলেট ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নে সেতুবন্ধন তৈরি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে কেনা যাবে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে
www.biman-airlines.com অথবা ০১৯৯০৯৯৭৯৯৭ (বিমান কল সেন্টার) এই নম্বরে।