ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা
Published : Tuesday, 9 March, 2021 at 11:39 AM
মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যাগাজীপুরে‘পারিবারিক বিরোধের জেরে’ এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার পিরুজালী গ্রামের আকন্দপাড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত মো. বিপ্লব হোসেন (১৪) আকন্দপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় হেফজ শাখার ছাত্র ছিল সে।

বিপ্লবের চাচা মো. ইজ্জত আলী আকন্দ পিরুজালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

ইজ্জত আলী বলেন, বাবুল হোসেনের দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীকে নিয়ে বাবুল আকন্দপাড়ায় থাকেন। আর দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে থাকেন টাঙ্গাইলে।  বিপ্লব হল প্রথম পক্ষের সন্তান। বিল্পব শুক্রবার মাদ্রাসা থেকে বাড়ি আসে। সোমবার সন্ধ্যায় এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

এসআই রাকিবুল বলেন, “বিপ্লবের গলার নিচে, ডান কানের কাছে, থুতনির নিচে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এছাড়া বুকের বা পাশে ক্ষত চিহ্ন রয়েছে।”

তবে পুলিশ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি।

নিহত বিপ্লবের বাবা বাবুল হোসেন বলেন, তার প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর বনিবনা না হওয়ার জেরে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।