অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮ মার্চ) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (দায়িত্বপ্রাপ্ত) তহিদুল ইসলামের আদালতে মামলা দুটি আমলে নেওয়া হয়।
এর আগে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত এজাহারটি আদালতে দাখিল করেন দুদকের আইনজীবী আল-মুজাহিদ মিঠু।
মামলার আসামিরা হলেন কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী বিলকিস রহমান। তারা কুষ্টিয়া শহরের পেয়ারাতলার ১৯/২ জাহের আলী সড়কের বাসিন্দা। পৃথক দুটি মামলায় তাদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বিলকিস রহমান অবৈধভাবে ৫৫ লাখ ৩৩ হাজার ৫৩৪ টাকার সম্পদ অর্জন করেছেন। তার স্বামী ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জন করেছেন।
মামলার বাদী কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।