ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতি মাসে আপডেট হবে গুগল ক্রোম
Published : Wednesday, 10 March, 2021 at 1:15 PM, Update: 10.03.2021 1:18:50 PM
প্রতি মাসে আপডেট হবে গুগল ক্রোমক্রোম ব্রাউজারের গোপনীয়তা, নিরাপত্তা, গতি ও স্থায়িত্ব বৃদ্ধিতে আপডেটের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে প্রতিমাসে ক্রোম ব্রাউজার আপডেট হবে। এক দশকেরও বেশি সময় ধরে প্রতি দেড় মাসে আপডেট হতো ব্রাউজারটি।

সম্প্রতি এক বিবৃতিতে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল জানায়, পরীক্ষামূলক কার্যক্রম ও রিলিজে গতি আনতে, ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বৃদ্ধি করতে এবং ব্যবহারকারীর কাছে নতুন নতুন ফিচার দ্রুত পৌঁছে দিতে আপডেটের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে ‘গুগল ক্রোম ৯৪’ ভার্সনের কার্যক্রম শুরু হবে। এছাড়া, ক্রোম ব্রাউজারে নতুন ‘এক্সটেন্ডেড স্টেবল’ অপশন যুক্ত করতে যাচ্ছে গুগল, যা প্রতি দুই মাসে আপডেট হবে বলে জানা গেছে। এক্সটেন্ডেড স্টেবল অপশনটি মূলত কর্মকর্তা ও বৃহৎ প্রতিষ্ঠানের জন্য, যাদের ব্রাউজারটি আপডেটে অতিরিক্ত সময় নিয়ে থাকে।

এদিকে, ক্রোম ওএস ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি মাল্টিপল স্টেবল রিলিজ অপশন আনার পরিকল্পনা করছে।

সার্চ ইঞ্জিন গুগল জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ক্রোম ওএস ভার্সনে দ্রুতগতির আপডেট আনার কার্যক্রম চলছে।  

সূত্র: গ্যাজেটস নাউ