পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্থানীয়দের চা বানিয়ে খাওয়াচ্ছেন- এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার নন্দীগ্রামে কর্মী সম্মেলন করেন মমতা। সম্মেলন শেষে চণ্ডী মন্দির, পারুল মন্দির, পীরস্থান মাজারে যান মমতা। শহিদ বেদিতে শ্রদ্ধা জানান।
তবে জানকীনাথ মন্দিরে যাওয়ার আগে রাস্তার ধারে একটি চা-দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে নিজে চা খান। অন্যদেরও চা তৈরি করে দেন।
খোদ মুখ্যমন্ত্রীকে নিজের দোকানে দেখে উচ্ছ্বাস সামলে রাখতে পারছিলেন না চা-দোকানের মালিক। মমতাকে তিনি বলেন, ‘আপনি আমার দোকানে এসেছেন, তাতেই আমি খুশি।’
মুখ্যমন্ত্রী হয়েও সাধারণ জনগণকে চা বানিয়ে খাওয়ানোর এ ঘটনায় নেটদুনিয়ায় প্রশংসিত হচ্ছেন মমতা।